শিলিগুড়ি , ৪ ডিসেম্বর : শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এবং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বিধানমার্কেটে ফুটপাথ দখলের বিরুদ্ধে অভিযান চালানো হলো l এই অভিযানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলার মঞ্জুশ্রী পাল ,নান্টু পাল এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা l এদিন নান্টু পাল জানান ,বিধান মার্কেটে ফুটপাতের দোকানদারেরা দিনে দিনে রাস্তা দখল করেই চলেছে l এতে গ্রাহকদের সাথে সাথে পথচলতি সাধারণ মানুষদেরও সমস্যায় পড়তে হয় l এছাড়া কখনো যদি আগুন লাগার ঘটনা ঘটে তাহলে তো দমকলের গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না l তাতে বড় সমস্যায় পড়তে হতে পারে মার্কেটের দোকানদারদের l এরজন্য আজ ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চালানো হয় l এই অভিযানে ফুটপাতের দোকানদের রাস্তা ছেড়ে দোকান লাগানোর কথা বলা হয় l রাস্তার দু পাশে সাদা রঙের দাগ দেওয়া হয় l আর সাবধান করে বলা হয় কেউ এই রাস্তার দাগ অতিক্রম করে দোকান লাগাবে না l এই ধরণের অভিযান পরবর্তীতেও হবে বলেও জানান l