ইসলামপুর , ৮ ফেব্রুয়ারী : তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আহত দু’পক্ষের ছ’জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুরে।
আহতদের চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। আহতদের পুলিশ উদ্ধার করে চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা লক্ষ্মীপুর বাজারে কয়েকজন তৃণমূল কর্মী বাজার করতে গেলে কংগ্রেস কর্মীরা তাদেরকে মারধর করে বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় তাদের বাইক ও মোবাইল।মারধর করার পর খবর পেয়ে আরও কিছু তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘটনাস্থলে আসে। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দু’পক্ষের আহত হয় ছয় জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। আহতদেরকে পুলিশ উদ্ধার করে চোপরার দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পঞ্চায়েত নির্বাচনের পর দুদিন আগে লক্ষীপুর এলাকায় সব দল একত্রে শান্তি মিছিল করেছিলো। কিন্তু এদিন সন্ধ্যায় শান্তি মিছিলের পর সংঘর্ষের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ ,এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।