শিলিগুড়ি , ৩০ অক্টোবর : দার্জিলিং জেলা ক্যরিয়ার ট্রান্সপোর্ট আলাইড ইন্ডাস্ট্রিজ এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার বিভিন্ন দাবিতে জয়েন্ট লেবার কমিশনারকে স্বারকলিপি প্রদান করা হয় l সংস্থার পক্ষ থেকে বিমল পাল জানান শিলিগুড়িতে যত গুলো ট্রান্সপোর্ট কোম্পনি আছে তাদের মধ্যে বেশিরভাগ অস্থায়ী l তাদের পিএফ , গ্র্যাচুইটি সহ অন্য্ সুবিধা দেওয়া হয় না l তিনি জানান এই কমর্চারীদের পারিশ্রমিক খুবই কম l ন্যূনতম পারিশ্রমিক নিয়ে সংসার চালানো খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে l সেই কারণে আজ তারা বিভিন্ন দাবি নিয়ে জয়েন্ট লেবর কমিশনারকে স্বারকলিপি দিয়েছেন l তিনি আরও জানান শীঘ্রই তাদের দাবি না মালনে ভবিষ্যতে তারা বড়ো আন্দোলন করতে বাধ্য হবেন l