মালদা , ২২ নভেম্বর :নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার মহানন্দা নদী থেকে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা থানার রায়পুর এলাকায়।মৃতার আত্মীয়রা জানিয়েছে গত চার দিন ধরে নিখোঁজ ছিল ওই গৃহবধূ।মৃত গৃহবধূর বাবা ভবেশ সরকার,জামাই সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মালদা থানায়।মৃতার আত্মীয়দের অভিযোগ,গত চার দিন ধরে ওই গৃহবধূ নিখোঁজ থাকলেও কোনো অভিযোগ করেনি তার শ্বশুর বাড়ির লোকেরা।তাদের অভিযোগ,শ্বাসরোধ করে খুন করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় ওই গৃহবধূকে।তারা জামাই সহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন।তারা আরো জানিয়েছেন,গত তিন বছর আগে পুরাতন মালদা পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মঙ্গলবাড়ী ফুটানি মোড়ের বাসিন্দা পেশায় লরি মেকানিক পিন্টু দাসের সাথে বিয়ে হয় বিহারের পূর্ণিয়ার বাসিন্দা মালা দাসের সাথে।তাদের ১ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।তাদের অভিযোগ,গত কয়েক মাস ধরে মালার সংসারে চরম অশান্তি শুরু হয়।অভিযোগ,মানসিক এবং শারীরিক অত্যাচার করা হতো ওই গৃহবধূকে।গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকলেও শ্বশুরবাড়ির লোকেরা কোনো অভিযোগ করেনি।বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মালদা থানার পুলিশ।তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়।তবে কিভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।