মালদা ,১৬ ফেব্রুয়ারী : মালদায় শ্রাদ্ধ বাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক ব্যক্তি। অসুস্থরা বাঙ্গীটোলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি । এই ঘটনায় কালিয়াচক দুই নং ব্লকের বাঙ্গীটোলা জোতকস্তুরির l
কালিয়াচক দুই নং ব্লকের ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ কৌশিক মিস্ত্রি জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা শুরু করে দিয়েছেন ।
ঘটনার বিবরণে জানা যায় জোতকস্তুরি সকুল্লাপুর গ্রামের ভুটন চৌধূরীর মা মিনতী চৌধূরীর শ্রাদ্ধানুস্ঠান ছিলো । সেই উপলক্ষে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া হয়। গ্রামের বেশির ভাগ মানুষ ওই শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করে । শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত একে একে সকলেই অসুস্থ হতে থাকে । স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রোগী সুডাস চৌধূরী,শান্তি চৌধূরী ,মনা চৌধূরী ,পুতুল চৌধূরী, আরতি চৌধূরী হিরালাল চৌধূরী সহ শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়ে ভর্তি । তাদের সকলেরই বক্তব্য ,” গ্রামে শ্রাদ্ধের ভোজ ছিলো। আমরা সকলে ভোজ খেতে যাই । মাছ ভাত ডাল তরকারি খাওয়া দাওয়া হয় । কিন্তু আজ সকালে গ্রামের বেশির ভাগ মানুষ এর বমি হতে থাকে । এক এক জন করে আমরা একশ জন এখনো ভর্তি হয়ে গেছি । আস্ত আস্তে সকলের পায়খানা বমি হচ্ছে । শরীর খুব দুর্বল লাগছে ।
বাড়ির মালিক ভূটন চৌধূরী জানিয়েছেন ,” গতরাতে শ্রদ্ধের ভোজ ছিলো । ৩০০ জন নিমন্ত্রিত অতিথি ছিলো । প্রথম দিকে যারা যারা খায় তাদের কিছু হয় নি । পরে যারা খেয়েছে তারা বেশিরভাগই অসুস্থ হয়ে পড়েছে । কেমন করে এই জিনিস হলো তা বোঝা যাচ্ছে না ।”
বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তারা খাতুন জানান, ” সকুল্লাপুর গ্রাম একটু পিছিয়ে পরা গ্রাম । সচেতনতার অভাব রয়েছে ।