এসইউসিআই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২ টি লোকসভা আসনে তাদের নিজস্ব প্রতিনিধি দাঁড় করাচ্ছে।দার্জিলিং জেলা লোকসভা আসন থেকে এসইউসিআই প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে শ্রী তন্ময় দত্ত। আজ এক সাংবাদিক সম্মেলনে এসইউসিআই এর জেলা সচিব গৌতম ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। গৌতম বাবু আরো জানিয়েছেন নির্বাচন ঘোষণার সাথে সাথে সমস্ত রাজনৈতিক পার্টি তাদের শক্তি অক্ষুন্ন রাখতে তাদের নানা ধরণের জোট তৈরী করছে । গৌতম বাবু বলেন জনগণ ওনাদের প্রার্থীদের পছন্দ করছেন ।