মালদা , ১২ ফেব্রুয়ারী : নদীয়ার কৃষ্ণগঞ্জে বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় উদ্বিগ্ন মালদার জন প্রতিনিধিরাও।সোমবার বিকেলে মালদহের ইংরেজ বাজার থানায় জনপ্রতিনিধি,নিরাপত্তা রক্ষীদের নিয়ে পৃথক পৃথক ভাবে বৈঠক করলেন পুলিশের কর্তারা।অনেকেই এদিনের বৈঠকে নিরাপত্তা বাড়ানোর দাবি করেন বৈঠকে।বৈঠকে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডি আইজি সুজিৎ সরকার,অতিরিক্ত দুই পুলিশ সুপার অরিন্দম সরকার দীপক সরকার সহ প্রমুখ। বৈঠকে জেলার ১১ জন বিধায়ক,প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়াণ চৌধুরী,সাবিত্রী মিত্র হাজির ছিলেন।অধিকাংশ বিধায়কের একজন করে নিরাপত্তা রক্ষী রয়েছেন।নিরাপত্তা রক্ষী বাড়ানোর দাবি করেন তাঁরা।